বাংলাদেশে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ু আঘাত, দীর্ঘমেয়াদি ব্যথা, ফ্রোজেন শোল্ডার ও দুর্ঘটনাজনিত অঙ্গশক্তি হ্রাসের মতো জটিল পুনর্বাসন চিকিৎসা এখানে দেওয়া হবে। জুলাই আন্দোলনে আহত ও দীর্ঘমেয়াদি জটিলতায় ভোগা রোগীরা বিনামূল্যে রোবোটিক চিকিৎসা পাবেন।
মফিজুল হক (তানভীর):
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BMU) সুপার স্পেশালাইজড হাসপাতালে রবিবার (৩১ আগস্ট) দেশের প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন হতে যাচ্ছে। পক্ষাঘাত ও দীর্ঘমেয়াদি স্নায়ুবিক সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য এটি উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে।
চীনা সরকারের অনুদানে স্থাপিত এই কেন্দ্রটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে পুনর্বাসন সেবা দেবে। এখানে ৬২টি রোবট থাকবে, যার মধ্যে ২২টি এআই-ভিত্তিক। চীনা প্রকৌশলীদের সহায়তায় ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ু আঘাত, দীর্ঘমেয়াদি ব্যথা, ফ্রোজেন শোল্ডার ও দুর্ঘটনাজনিত অঙ্গশক্তি হ্রাসের মতো জটিল পুনর্বাসন চিকিৎসা এখানে দেওয়া হবে। জুলাই আন্দোলনে আহত ও দীর্ঘমেয়াদি জটিলতায় ভোগা রোগীরা বিনামূল্যে রোবোটিক চিকিৎসা পাবেন।
জুলাই ১০ তারিখে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হলেও ভবিষ্যতে সাধারণ রোগীদের জন্যও সেবা সম্প্রসারিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সভাপতিত্ব করবেন BMU ভিসি প্রফেসর ড. শাহিনুল আলম।
কর্তৃপক্ষ আশা করছে, এই কেন্দ্র বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে।