বগুড়ার কাহালুতে এক বৃদ্ধ মুদি দোকানদারকে জবাই করে হত্যা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে আব্দুল বাসেদ (৬০) নামের এক বৃদ্ধ মুদি দোকানদার খুন হয়েছেন। রোববার দিবাগত রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে গলায় ফাঁস ও জবাই করে হত্যা করে। নিহত আব্দুল বাসেদ কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের নহরাপাড়া গ্রামের মৃত বশারত আলী খাঁন বিশার ছেলে। নিহত ব্যক্তির দুই পায়ের রগ কাটা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, বাসেদ তার নিজ বাড়ি সংলগ্ন একটি মুদি দোকান দিয়ে ছোট পরিসরে ব্যবসা করতেন। দোকানের নিরাপত্তার জন্য তিনি রাতের বেলায় ওই দোকানেই ঘুমাতেন। সোমবার ভোর ৫টার দিকে একই গ্রামের টুকু ঘটক নামের এক ব্যক্তি তার দোকানে সিগারেট কিনতে গিয়ে বাসেদকে রক্তাক্ত মৃত অবস্থায় দোকানের ভিতর মাটিতে পড়ে থাকতে দেখেন।
পুলিশের ধারনা, দুর্বৃত্তরা রোববার গভীর রাতে ক্রেতা সেজে এসে তাকে হত্যা করে পালিয়ে যায়। পূর্ব শত্রæতার জের ধরে এমন নৃশংসভাবে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার সংবাদ পেয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী, কাহালু থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, এর আগে গত ৫ আগস্ট বাসেদের দোকান লুটপাট করাসহ তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাসেদের ছেলে রোস্তমের সাথে গ্রামের একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী জানান, ওই গ্রামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।