কোম্পানীগঞ্জে উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, নোয়াখালী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট বাজার শাখা’র উদ্যোগে এক দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যবসায়ি এবং কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
শুক্রবার(২৯আগস্ট)দুপুরে বসুরহাট আজমিরি পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুরহাট বাজার শাখা সভাপতি গিয়াস উদ্দিন,এবং সঞ্চালনা করেন, বসুরহাট বাজার শাখা সেক্রেটারি খাজা গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরাহ কমিটি সদস্য এবং ফেনী জেলা সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
তিনি বলেন, “যুব সমাজই একটি জাতির চালিকাশক্তি। তাদেরকে সঠিক আদর্শ, নীতি ও মূল্যবোধে গড়ে তুলতে পারলেই ভবিষ্যতের বাংলাদেশ হবে সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই তরুণদের মাঝে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নৈতিক ও আদর্শিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যুব সমাজের হাতে। তাদের আদর্শিক ভিত্তি যত শক্ত হবে, সমাজ তত উন্নত হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বসুরহাট পৌরসভার জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন। তিনি বলেন, তরুণ কর্মীদের শুধু সংগঠনের কাজ নয়, ব্যক্তিত্ব গঠন, শৃঙ্খলা ও আত্মনির্মাণমূলক চর্চার দিকেও মনোযোগ দিতে হবে।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেয়, বসুরহাট ফাজিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল ফয়েজ উল্যাহ।তিনি বলেন, জামায়াতে ইসলামীকে একটি ইসলামী আদর্শের সংগঠন হিসেবে তুলে ধরেন এবং দলটির কর্মীদের সর্বোচ্চ নৈতিক ও রাজনৈতিক আদর্শের প্রতি পূর্ণ আনুগত্য থাকতে হবে বলে মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, তরুণদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন অধিবেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে আদর্শিক, সাংগঠনিক ও আত্মউন্নয়নমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
বসুরহাট বাজার শাখা’র উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,বসুরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মো. হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. ইয়াকুব হোসেন,বায়তুলমাল সেক্রেটারি শাহাদাত হোসেনসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।