নাসিরনগরে খোলাবাজারের সরকারি (ওএমএস) আটা নিতে কেন্দ্রে ভিড়

খ,ম, জায়েদ হোসেন, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া)
ব্রাহ্মন বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে খোলা বাজারে সরকারিও এম এস) আটা নিতে কেন্দ্রে ভীড়।
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সুলভমূল্যে সারা দেশের ন্যায় নাসিরনগরে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হচ্ছে ।
উপজেলা পর্যায়ে খাদ্য অধিদপ্তর পরিচালিত নাসিরনগর সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মোড় চত্বরে সুব্রত সরকারের মাধ্যমে ওএমএসের আওতায় শুক্রবার ও শনিবার বন্ধের দিন ব্যতীত প্রতি কর্ম দিবসে সকাল ৯ টা থেকে এই দামে এ আটা বিক্রি হচ্ছে ।
বাজারের উচ্চ মূল্যের বিপরীতে অর্ধেক দামে আটা কিনতে নাসিরনগরে খোলাবাজারের সরকারি (ওএমএস) উপজেলা সদরের স্কুল মাঠ চত্বরে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এমনই চিত্র দেখা গেছে। একজন প্রতি কেজি ২৪ টাকায় সর্বোচ্চ ৫ কেজি পরিমাণ আটা ক্রয় করতে পারছেন ।
দ্রব্য মুল্যের ঊর্ধ্বগামীতার ফলে নিম্ন আয়ের মানুষের যেখানে সীমাহীন ভোগান্তি সেখানে স্বল্প দামে আটা, চাল ক্রয় করতে পেরে স্বস্তির ঢেকুর তুলছে কেটে খাওয়া সাধারণ নিম্ন আয়ের মানুষজন।