বরগুনার আমতলীতে কিশোর গ্যাং এর ৩জন গ্রেফতার

মহিবউল্লাহ কিরন, বরগুনা :
বরগুনার আমতলীতে কিশোর গ্যাং এর ৩জন গ্রেফতার করা হয়েছে। আমতলীর ০৫ নং চাওড়া ইউনিয়নে আমতলী থানার বিশেষ অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উশ্যিতলা নামক স্থানে অভিযুক্ত কিশোর গ্যাং এর সদস্যরা কুকুয়া নিবাসী ফরহাদ নামক এক ব্যক্তিকে মেরে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায় উপজেলার কুকুয়া ইউনিয়নের মোসা: লাইজু বেগম এর সাথে ফরহাদ ইসলাম জয়ের তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। গতকাল ৭সেপ্টেম্বর সন্ধ্যায় লাইজু বেগম ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নস্থ উশ্যিতলা মেইন রাস্তার পাশে আসে। লাইজু বেগম পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের কিছু সদস্যদের উক্ত স্থানে রাখে। ফরহাদ উক্ত স্থানে আসা মাত্রই ফরহাদকে মেরে আহত করে তার হাতে থাকা মোবাইল এবং টাকা পয়সা নিয়ে যায়।
ফরহাদ আমতলী থানায় অভিযোগ করলে আমতলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাতে আমতলী পৌরসভার হরিমৃত্যুঞ্জয় এলাকার মোস্তফা কাজীর মেয়ে মোসা. লাইজু বেগম (২৪), চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের সালাম গাজীর পুত্র কিশোর গ্যাং এর সদস্য মো. সাকিল (১৯), এবং একই ইউনিয়নের পাতাকাটা গ্রামের সায়েম মাতুব্বরের পুত্র রাকিবুল (১৯) ও হিরন হাওলাদারের পুত্র মো. ওলি হাওলাদার (১৯) কে গ্রেফতার করে।
চাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার জয়নাল মৃধার কাছে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি সত্য। অভিযুক্ত মহিলার কাছ থেকে ফরহাদের মোবাইল ওিআটককৃত কিশোর গ্যাং সদস্যদের কাছে নগদ ১৫০০০/- টাকা পাওয়া গেছে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন বিশেষ অভিযান পরিচালনা করে রাতেই আসামিদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।