মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট। এক পাশে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ আর অপর পাশে সুন্দরবনের ছবি সংবলিত এই নোট বিভিন্ন ব্যাংকের হাত হয়ে খুব শিগগিরই বাজারে আসবে। নতুন এই নোট নিয়ে যতটা আগ্রহ ততটাই শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। শঙ্কার এই কারণ সাম্প্রতিককালে বাজারে ছাড়া ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের নিম্নমানের কারণে। এসব নোটের ছাপার মান, রং এবং কাগজের মান খুবই দুর্বল প্রকৃতির বলে অভিযোগ করেছেন অনেকে। তাদের মতে, এতো নিম্নমানের নোট আগে কখনো বাজারে ছাড়েনি বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রাও একইভাবে বাজারে চলমান থাকবে।
১২ আগস্ট প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১০০ টাকা মূল্যমানের নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগে ডানপাশে নিচের দিকে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।