রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
জানা যায় (শনিবার) রাত সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া নামক স্থানে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলার চান্দাইকোনা ইউপির সিমলা গ্রামের সোরহাব খন্দকারের পুত্র শামীম খন্দকার দীর্ঘ দিন ধরে গোপনে রাতের আধারে বালু উত্তোলন করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতে পরিচলনার সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত শামীম খন্দকার নদী থেকে আর বালু উত্তোলন করবেনা মর্মে লিখিত মুচলেকা দেন।
অভিযানটি পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
তিনি জানান, নদী ও ফসলি জমির ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।