বগুড়ায় রিতা এন্টারপ্রাইজে চুরি: হাড্ডিপট্টি থেকে চোরাই মাল উদ্ধার, গ্রেফতার ২

ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় রিতা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে শহরের হাড্ডিপট্টির আলিফ আয়রন নামের দোকান থেকে চোরাই মাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাদী সুমন হোসেন (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার বিহারপুর এলাকার বাসিন্দা ও রিতা এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাস্ট্রিজের ম্যানেজার, গত ২৩ আগস্ট সকালে প্রতিষ্ঠানে গিয়ে চুরির ঘটনা টের পান। তার আগের দিন দুপুরে অজ্ঞাত চোরেরা দেয়াল টপকে প্রবেশ করে বিভিন্ন পাইপ তৈরির যন্ত্রাংশ, নজেল, গ্লাস ও ডাইস চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে বাদী শাজাহানপুর থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের হাড্ডিপট্টিতে আলিফ আয়রন নামক দোকান থেকে চুরি হওয়া মাল উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।