চট্টগ্রামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগে কর্মসূচি সফল করতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নগরের ভূইয়া গলির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক স. ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোস্তফা আলম মাসুম, ফারুক চৌধুরী, ফারহানা আফরোজ, আকতার হোসেন নিজামী, লায়ন মো. মাহতাব উদ্দিন, মো. মাসুদ রানা, মো. হাদিউল ইসলাম শাহরিয়ার, আসিফ ইকবাল প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরের মোমিন রোডের চেরাগি গলির মুখে ব্রাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৯ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহ আমানত (রহ.) মাজার শরীফে সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
একই সঙ্গে রাঙামাটির নানিয়ারচর ও লংগদু উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছে।
সিলেটকে আধ্যাত্মিক রাজধানী এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী উল্লেখ করে তারা বলেন, দুই অঞ্চলের মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক বিদ্যমান, যা সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করছে।