চুয়াডাঙ্গায় বিচারিক সেবা নিশ্চিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

এম এ মামুন, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বিচার বিভাগের দ্রুত বিচারিক সেবা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বিত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ আগষ্ট) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জেলার প্রতিটা বিচার বিভাগে দ্রুত সময়ের মধ্যে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য হতে হবে। বক্তরা আরো বলেন, “আমরা চাই, বিচার প্রক্রিয়া যেন সহজ, সঠিক এবং স্বচ্ছ হয়, জনগণকে যেন কোনো ধরনের হয়রানি ভোগ করতে না হয়।”
কনফারেন্সে সব থেকে বেশী প্রাধান্য দেওয়া হয় মাদক পাচার ও স্বর্ণ চোরাচালান সংক্রান্ত মামলায়। এ প্রসঙ্গে বিচার বিভাগ ও পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলা হয়।
এ কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের মধ্যে বিচারিক কাজে সহযোগিতায় দ্রুত সময়ে সঠিক তদন্ত ও রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়। এছাড়া পুলিশের সহযোগিতায় মামলার সাক্ষীদের সঠিক সময়ে আদালতে হাজির করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে অগ্রণি ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ কনফারেন্সে বিচারক,পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পিবিআই ঝিনাইদহের এসপি গাজী রবিউল ইসলামসহ, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।