জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগ: ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধু

বগুড়া প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণচেষ্টা ঠেকাতে গিয়ে মেজবাউল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মেজবাউল ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে সুযোগ বুঝে বাড়িতে একা পেয়ে তিনি গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের গোপনাঙ্গ কেটে দেন। পরে গুরুতর আহত অবস্থায় মেজবাউল পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৮টা ৪০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মেজবাউলের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছে। তবে গৃহবধূর দাবি, আত্মরক্ষার্থেই তিনি এমন কাজ করতে বাধ্য হয়েছেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গৃহবধূ মামলা করেছেন। পাশাপাশি মেজবাউলের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”