থ্রিডি-প্রিন্টেড যন্ত্রে টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ে বড় সাফল্য পেল বিজ্ঞানীরা

এম এইচ (তানভীর):
এমআইটি ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স (আইআইএসসি)-এর গবেষকরা একটি নতুন ৩ডি-প্রিন্টেড মাইক্রোফ্লুইডিক বায়োরিয়্যাক্টর তৈরি করেছেন, যা অক্সিজেন ও পুষ্টি সরবরাহের নির্ভুল নিয়ন্ত্রণের মাধ্যমে সেন্টিমিটার-আকারের জটিল টিস্যু বৃদ্ধি সম্ভব করছে।
২০২৫ সালের ২৮ আগস্ট বায়োমাইক্রোফ্লুইডিক্স জার্নালে প্রকাশিত এই উদ্ভাবন টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রচলিত প্রযুক্তিতে সীমিত আকারের বা দ্বিমাত্রিক কোষ কালচার সম্ভব হলেও, এই নতুন যন্ত্রের মাধ্যমে ল্যাবরেটরিতে বড় ও জটিল ৩ডি টিস্যু টিকিয়ে রাখা সম্ভব হবে। ডিভাইসটির জটিল মাইক্রোচ্যানেল নেটওয়ার্ক মানবদেহের প্রাকৃতিক পুষ্টি ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থাকে অনুকরণ করে, যা টিস্যু পরিবেশকে আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করে।
গবেষক দলের মতে, এই যন্ত্রটি তৈরি করা হয়েছে ডিজিটাল লাইট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে, যা মাইক্রোচ্যানেলের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরীক্ষায় দেখা গেছে, এই বায়োরিয়্যাক্টর টিস্যুর কার্যকারিতা ও কোষের জীবনীশক্তি সাত দিন পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ওষুধ পরীক্ষা, পুনর্জন্ম চিকিৎসা এবং ল্যাব-গ্রো মাংস উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে, পাশাপাশি প্রাণীর উপর পরীক্ষার প্রয়োজনীয়তাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।