কুড়িগ্রামের রৌমারীতে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত

শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ৩নং বন্দবেড় ইউনিয়নের খনজন মারা সরকারী প্রথমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. কলিম চানের সভাপতিত্ব এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৫সেপ্টেমম্বর ২০২৫ইং (শুক্রবার)সকাল ১০টার দিকে উক্ত কর্মী সভাটি সঞ্চলনা করেন রৌমারী উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম রানা।
উক্ত কর্মী সভা উপস্থি ছিলেন বন্দবেড় ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা বক্তব্য রাখেন বন্দবেড় ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কাজিম উদ্দিন, সদস্য সচিব আব্দুল আজিজ ,ছাত্রদলের আহবায়ক মো. এরশাদ ভুঁইয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো, ইব্রহিম খলিল, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মাইদুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নুর আলম খান হিরোসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে নেতারা বলেন ৫আগস্টের আগে আমরা কোথাও আমাদের দলের নাম নিতে পারিনাই। এখন আমরা মুক্তভাবে আমাদের দলের আলোচনা করতে পারছি। বাংলাদেশের আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের অঙ্গিকার করে আরো বলেন, গণ মানুষের পক্ষে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন এবং স্বেচ্ছাসেবকদল সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলে। রৌমারী উপজেলা ৬টি ইউনিয়নে আমাদের স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন করা হবে। ৪টি ইউনিয়নে আমাদের কর্মীসভা করাও হয়ে গেছে।