ভারত ও রাশিয়াকে চীনের ছায়ায় হারিয়েছি: ট্রাম্প

“দেখা যাচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর, অন্ধকার চীনের কাছে হারিয়েছি। তারা একসাথে দীর্ঘায়ু ও সমৃদ্ধশালী হোক।”
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৫ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, ভারত ও রাশিয়া যেন “গভীর, অন্ধকার চীনের” দিকে ধাবিত হয়েছে। পোস্টে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের একসাথে ছবি শেয়ার করেছেন।
ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট বিরক্তি প্রকাশ পেয়েছে নিউ দিল্লি ও মস্কোকে নিয়ে। তিনি লিখেছেন, “দেখা যাচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর, অন্ধকার চীনের কাছে হারিয়েছি। তারা একসাথে দীর্ঘায়ু ও সমৃদ্ধশালী হোক।”
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সামিটে শি জিনপিং ২০-এর বেশি নন-ওয়েস্টার্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এই সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদিও উপস্থিত ছিলেন। বৈঠকের সময় পুতিন ও মোদির হাত ধরা ছবি এবং তিন নেতার একসাথে দাঁড়িয়ে থাকা মুহূর্ত ট্রাম্প পোস্টে শেয়ার করেছেন।
ট্রাম্পের অভিযোগে পুনরায় উঠে এসেছে ভারতের সঙ্গে বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে বিরোধ। তবে তিনি বলেন, রাশিয়া-চীনের সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। একই সঙ্গে ট্রাম্প আরও জানান, খুব শিগ্রই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।