বাংলাদেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা

“আমি প্রথমে দায়িত্ব নিতে আগ্রহী ছিলাম না। কিন্তু জনগণের আবেগ ও ত্যাগ আমাকে মুগ্ধ করেছে। তারা যদি ত্যাগ স্বীকার করতে পারে, আমি কেন পারব না?”
নিউজ ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে জেটিও-এর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এসব অভিযোগ ভুয়া খবর।”
তিনি অভিযোগগুলোকে ভুল তথ্য বলে উড়িয়ে দেন এবং বলেন, “ভারতের বর্তমানে অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।”
হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে ড. ইউনূস আরও বলেন, “আমাদের সরকার মানবাধিকারের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এই দায়িত্ব গ্রহণ নিয়ে তিনি বলেন, “আমি প্রথমে দায়িত্ব নিতে আগ্রহী ছিলাম না। কিন্তু জনগণের আবেগ ও ত্যাগ আমাকে মুগ্ধ করেছে। তারা যদি ত্যাগ স্বীকার করতে পারে, আমি কেন পারব না?”
সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধকরণসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।