সেনা কর্মকর্তার সঙ্গে বাগদান সম্পন্ন করলেন গায়ক তানজীব সারোয়ার

দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার সিএসডিতে তার বাগদান সম্পন্ন হয়। পাত্রী তার দীর্ঘদিনের পরিচিত ও প্রেমিকা সানজিদা রহমান, যিনি পেশায় একজন সেনা কর্মকর্তা এবং বর্তমানে লেফটেন্যান্ট পদে কর্মরত।
পরদিন শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে বাগদানের ছবি ও ভিডিও প্রকাশ করেন তানজীব। এরপর গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। জানান, অনুষ্ঠানটি একেবারে পারিবারিকভাবে আয়োজন করা হয়েছিল, যেখানে দুই পরিবারের কাছের মানুষজন উপস্থিত ছিলেন।
তানজীব ও সানজিদার সম্পর্কের শুরু ২০১৪ সালে, যখন তানজীবের গাওয়া “দিল আমার” গানটি প্রকাশিত হয়। সেই গান শুনেই ছায়ানটে নজরুলসংগীতে তালিম নেওয়া সানজিদা তার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এরপর দীর্ঘ ১০ বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। এ বছরের শুরুতে একটি ফেসবুক স্টোরিতে সানজিদার আঁকা ছবি দেখে প্রশংসা করেন তানজীব, সেখান থেকেই আবার শুরু হয় কথোপকথন।
তানজীব বলেন, “আমি সরাসরি বলি, এখন প্রেম করার বয়স নেই। যদি সম্পর্কটা এগিয়ে নিতে চাই, তাহলে বিয়েই উত্তম। এরপর দুই পরিবারের কথাবার্তা, সময়–সুযোগ বুঝে আমরা আংটিবদলের দিনক্ষণ ঠিক করি।”
তাদের সম্পর্ককে “ইন্টারেস্টিং” বলে উল্লেখ করে তানজীব বলেন, “ও একজন আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল। আমি এমনটা দেখিনি, শুনিনি।” সানজিদা বর্তমানে ঢাকার ওয়ারীতে বসবাস করেন।
তানজীব সারোয়ার ২০১১ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশিত হয় সেই বছরেই। এরপর ২০১৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’, ‘গা ছুঁয়ে বলো’—এই গানগুলো তাকে সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। সম্প্রতি ‘পায়েল’ নামের একটি সিনেমায়ও তিনি গান গেয়েছেন।