ব্রাহ্মণবাড়ীয়ার ০৬ টি আসনে জামায়াতে প্রার্থী যারা।

খ, ম, জায়েদ হোসেন, নাসির নগর (ব্রাহ্মণ বাড়ীয়া)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণ বাড়ীয়া জেলার ০৬ সংসদীয় আসনে যারা মনোনীত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর)
এ কে এম অধ্যাপক আমিনুল ইসলাম।
তিনি ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের স্থায়ী বাসিন্দা। কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও বর্তমানে নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে পুরো উপজেলায় ব্যাপক সুখ্যাতি ও পরিচিতি অর্জন করেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে উনার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া -২ (আশুগঞ্জ-সরাইল)
মাওলানা মোবারক হোসাইন আকন্দ।
তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নরসিংদী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা। ৫ আগস্ট পরবর্তী সময়ে উনার নির্বাচনী আসন আশুগঞ্জ এবং সরাইল উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ এবং ওয়েলফেয়ার একটিভিটিস চালিয়ে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর)
মো: জোনায়েদ হাসান।
তিনি বর্তমানে জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সাবেক আমীর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সভাপতির দায়িত্বে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া -৪ (আখাউড়া-কসবা)
মো: আতাউর রহমান সরকার।
তিনি বর্তমানে জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-০৪ নির্বাচনী আসনে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ সাবেক এই ছাত্রনেতা।
ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর)
এডভোকেট আব্দুল বাতেন।
তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ল’ইয়ার্স কাউন্সিল বিভাগে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোপূর্বে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহ: সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং এখনও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর)
অধ্যাপক নকিবুল হুদা।
তিনি জামায়াতে ইসলামী, বাঞ্ছারামপুর উপজেলার সাবেক আমীর ছিলেন। পেশাগত জীবনে শ্রীকাইল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন।