ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) এর দলীয় মনোনয়ন পেয়েছেন

খ, ম,জায়েদ হোসেন, নাসির নগর (ব্রাহ্মণ বাড়ীয়া)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরাইল – আশুগঞ্জ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) এর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট এবং ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদ ভূইয়া।
এছাড়া জোটগত ভাবে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ থেকেও তার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে।
তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল-(জেএসডি)এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক। তিনি সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। সৎ, শিক্ষিত,ভদ্র, পরোপকারী ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে ব্রাহ্মনবাড়িয়া জেলায় তার বিশেষ ইমেজ আছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসীর নিকট দোয়া ও তাদের সুচিন্তিত সমর্থন চেয়েছেন।