দাবি না মানলে আমরণ অনশন: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন আলটিমেটাম

বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা সংক্রান্ত তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে শুরু হওয়া এই পদযাত্রা হাইকোর্টের সামনে গিয়ে পুলিশের ব্যারিকেডে আটকে যায়।
সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা এবং নতুন আলটিমেটাম দেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আজ আমরা এখানে অবস্থান করবো। আগামীকাল সকাল ১১টার মধ্যে দাবি না মানলে শাহবাগে যাবো। তারপরও দাবি না মানা হলে যমুনায় যাবো। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসবো।”
তিনি আরও বলেন, “আমাদের আর পিছু হটার সুযোগ নেই। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ সচিবালয় ঘেরাও চলবে।”
পূর্বঘোষণা অনুযায়ী, শিক্ষকরা শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন বিকাল ৪টায়। তাদের দাবি—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না।
এই আন্দোলনের ফলে রাজধানীতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়ে। শিক্ষকরা বলছেন, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।