নকলায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কৃষক-কৃষাণীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং আগাম শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৬৩৫ জন কৃষক উপকৃত হচ্ছেন। এর মধ্যে ২৩০ জন কৃষককে বসতবাড়িতে সবজি চাষের জন্য ৯ প্রকার শাক- সবজির বীজের প্যাকেট বিতরণ করা হয়েছে।
আরও ৪০৫ জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ফসলের জন্য প্রতি কৃষককে ২০ শতাংশ জমির অনুপাতে লাউ, বেগুন, শসা, মিষ্টিকুমড়াসহ যেকোনো এক প্রকার ফসলের বীজ প্যাকেট, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। শেষে উপস্থিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।