ঝিনাইদহে কালীগঞ্জে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, ঝিনাইদহ
মঙ্গলবার (১৪অক্টবর) ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দুপুরে কালীগঞ্জ উপজেলার কেয়া বাগানের ঝিনাইদহ-যশোর মহাসড়ক সংলগ্ন বোয়ালীয়া বিলের সেতু-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম।
পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় হয়। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, কিছু দুষ্কৃতকারী অবৈধ চায়না দুয়ারী জাল করছে, যা জলজ জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
তাই এই অঞ্চলের নদ -নদী, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা উচিৎ অনেকের অভিমত।