বগুড়ায় ঘুম থেকে ডেকে এনে যুবককে খুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ঘুম থেকে ডেকে এনে রাসেল (২৮) নামে এক সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মো. আবু বক্করের ছেলে এবং স্থানীয় একটি ডায়াবেটিস হাসপাতালে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। বাড়ির সামনেই তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
বগুড়া সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।