রাজধানীতে ফের নিষিদ্ধ আ.লীগের মিছিল

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, “সকালে কিছু লোকজন মিছিল করার চেষ্টা করেছিল, তখন একজনকে আটক করা হয়েছে। তবে দুপুরে নাবিস্কো থেকে বড় ধরনের মিছিল হয়েছে, আমরা বিষয়টি মোকাবিলা করছি।”
ডেস্ক রিপোর্ট:
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবারও মিছিল করেছে আওয়ামী লীগ।শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ের নাবিস্কো মোড় থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে নাবিস্কো থেকে কয়েক হাজার নেতাকর্মী জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে দিতে তিব্বত এলাকার দিকে অগ্রসর হয়। তাদের হাতে ছিল দলীয় পতাকা ও ব্যানার। মিছিল চলাকালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’সহ নানা স্লোগান শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, “সকালে কিছু লোকজন মিছিল করার চেষ্টা করেছিল, তখন একজনকে আটক করা হয়েছে। তবে দুপুরে নাবিস্কো থেকে বড় ধরনের মিছিল হয়েছে, আমরা বিষয়টি মোকাবিলা করছি।”
ধানমন্ডি এলাকাতেও আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে। ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “মিছিলের কিছু ছবি আমরা পেয়েছি, তবে এখনো বিষয়টি যাচাই করছি।”
গত ৩১ আগস্ট ধানমন্ডির রাপা প্লাজা থেকে শংকর পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এরও আগে গুলিস্তানের বায়তুল মোকাররম এলাকায় একই ধরনের কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পাড়ি জমান। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর পরও রাজধানীতে নিয়মিত বিরতিতে দলীয় কর্মীরা সড়কে অবস্থান নিচ্ছে।