নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ লিফলেট বিতরণ

খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ই অক্টোবর ) বিকাল ৪ টায় নাসিরনগর উপজেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, দোকানপাটে মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম বশির উদ্দিন তুহিন।
তাছাড়া ও উপস্থিত ছিলেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গুলবাহার মেম্বার, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক প্রিয়তোষ আশ্চর্য , উপজেলা বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর, উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক জোসনা বেগম নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির খান, হোসাইন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম মিয়া, সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আমরা জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।