বগুড়ায় সরিষার মিলে জড়িয়ে নারী শ্রমিক নিহত
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কিরণ সরিষার তেল মিলে কাজ করার সময় অসতর্কতা বসত মিলে কাপড় জড়িয়ে সাভা (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত নারী শ্রমিকের বাড়ি বগুড়া শহরের মালতিনগর এলাকায়। তিনি ঐ এলাকার আবুল কাশের মেয়ে এবং একজন তালাকপ্রাপ্তা নারী ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের মালতিনগর এলাকার বনানী পুলিশ ফাঁড়ির পিছনে কিরণ সরিষার মিলে কাজ করার সময় ঐ নারী শ্রমিক মোটরের বেল্টের সাথে প্যাচিয়ে গুরুতর জখম প্রাপ্ত হন। পরে তাকে মিলে কর্মরতরা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নেওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরন করেন।