গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ অক্টোবর ২০২৫) গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জের একটি দল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হরিদাসপুর এলাকা থেকে মিলন শেখ (৪০), পিতা মোহাম্মদ দৌলত শেখ, সাং-হরিদাসপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জকে ৪৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই এলাকার মোকছেদুল মোল্লা (৩৯), পিতা মৃত আলী কাসেম মোল্লা, সাং-হরিদাসপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাকেও মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।