মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, ৪ ঘণ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ফায়ার সার্ভিস আশঙ্কা করছে, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে। তবে বিকেল গড়িয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। তিনি বলেন, “এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। আহতদের সংখ্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে তা উল্লেখযোগ্য। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে—একটি কাপড়ের, অন্যটি কেমিক্যালের।”
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুনের উৎস ও বিস্তারের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে কেমিক্যাল গোডাউনের উপস্থিতি আগুনের ভয়াবহতা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলোতে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
এই অগ্নিকাণ্ড রাজধানীর শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও ঝুঁকিপূর্ণ কেমিক্যাল সংরক্ষণের প্রশ্ন আবারও সামনে এনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।